কবুতরের হঠাৎ টাল খাওয়া বা গলা বাঁকা হয়ে যাওয়া? সাবধান!
এই লক্ষণগুলো দেখে ভেবেই নিয়েন না সাধারণ সমস্যা। কারণ এর পেছনে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর কিছু!
১. ভুল ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া:
গরু-ছাগলের ওষুধ অনেকে কবুতরকে খাওয়ান — ফলাফল? কারো ১ দিনেই, আবার কারো ৬ মাস বা এমনকি ১ বছর পরেও দেখা দিতে পারে Neck Paralysis বা গলা এক পাশে ঝুঁকে পড়া।
২. সালমোনেল্লা ও ই-কলাই সংক্রমণ:
গরমের সময় পানির স্তর নিচে নামলে সেই পানিতে জন্ম নেয় ব্যাকটেরিয়া। এসব ব্যাকটেরিয়া থেকেই হয় সালমোনেল্লা বা E. coli সংক্রমণ, যার ফলে কবুতর ঝিমিয়ে পড়ে বা ভারসাম্য হারায়।
৩. ডিপথেরিয়া – দীর্ঘমেয়াদি ঠান্ডার ভয়ঙ্কর রূপ:
অনেকদিন ঠান্ডা থাকলে সেটা ধীরে ধীরে রূপ নেয় ইনফেকশনে। সময়মতো ব্যবস্থা না নিলে তা ডিপথেরিয়া হয়ে দাঁড়ায় প্রাণঘাতী সমস্যায়।
—
প্রতিকার নয়, প্রতিরোধেই নিরাপত্তা!
সঠিক ও সময়োপযোগী চিকিৎসা নিন — আপনার কবুতর থাকবে সুস্থ ও নিরাপদ।