হোমিওপ্যাথি শুধু নাম নয়, একে বুঝে নিতে হয়!”
অনেকে শুধু হোমিওপ্যাথিক ওষুধের নাম জানতে চান—কিন্তু সত্যি বলতে, এটা একদমই যথেষ্ট নয়।
হোমিওপ্যাথিতে চিকিৎসা হয় ৪টি মূল লক্ষণের ভিত্তিতে—
১. সামাজিক লক্ষণ
২. মানসিক লক্ষণ
৩. শারীরিক লক্ষণ
৪. পারিবারিক ইতিহাস ও প্রভাব
এই ৪টি দিক বিশ্লেষণ না করে শুধু নাম জানলে কোনো কাজে আসে না। কারণ,
একটি হোমিওপ্যাথিক ওষুধে থাকে প্রায় ৩০ থেকে ১০০টি পর্যন্ত লক্ষণ!
তার মানে, প্রতিটা ওষুধ একাধিক রোগ বা অবস্থার জন্য ব্যবহারযোগ্য—but only when it matches with the patient.
হোমিওপ্যাথিতে রোগ নয়, রোগীর “অভ্যন্তরীণ মিল” দেখে ওষুধ নির্বাচন করা হয়।
একজন অভিজ্ঞ চিকিৎসক বা গবেষক সেই মিল খুঁজে বের করেন—এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
হোমিওপ্যাথি ‘নাম’ জানার চিকিৎসা না, এটা ‘মিল’ খোঁজার বিজ্ঞান।