ভাই কবুতর ঝিমায় কি করবো? এই প্রশ্ন সবার। কবুতর ঝিমানো কোনো রোগ বা লক্ষন নয়, কবুতর কেনো ঝিমায় এটা আপনারা খেয়াল করেন না, যা মন চায় তা ঔষধ খাইয়ে দেন।
কবুতরের শরীর একটু খারাপ হলেই ঝিমানো শুরু করে! তাই ঘাবরে না গিয়ে লক্ষন খেয়াল করুন। যেমন:
সবুজ চুনা পটি করে?
নাকে চোখে পানি?
গলায় গর গর শব্দ?
এসব লক্ষন আছে কিনা তা চেক করবেন!
Posted inPigeon Tips
ভাই কবুতর ঝিমায় কি করবো? এই প্রশ্ন সবার
