পক্সে আক্রান্ত কবুতরের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা
১. আক্রান্ত স্থানে:
Calendula Q কটনবার দিয়ে ভালোভাবে আক্রান্ত স্থানে প্রয়োগ করুন।
মুখের ভেতর ঘা থাকলেও এটি ব্যবহার করা যাবে।
২. মৌখিক ওষুধ:
Silicea 6X দিনে ৩ বার, ২টি করে ট্যাবলেট কবুতরের মুখ হা করে খাওয়ান।
এই চিকিৎসা নিয়মিত চালিয়ে যান এবং কবুতরের স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন।
বিশেষ পরামর্শ:
কবুতরের খাঁচা পরিষ্কার ও শুষ্ক রাখুন।
খাবার ও পানির পাত্র জীবাণুমুক্ত রাখুন।
আপনার কবুতর দ্রুত সুস্থ হয়ে উঠুক।