Gatison বা Gatifloxacin শুধু চোখের পানি পড়া দেখলেই ব্যবহার করবেন না!
অনেকেই ভাবেন কবুতরের চোখ দিয়ে পানি পড়লেই এটা Gatison Eye Drop দিলেই ভালো হয়ে যাবে। কিন্তু বিষয়টা এত সহজ না। Gatifloxacin হলো চতুর্থ প্রজন্মের শক্তিশালী অ্যান্টিবায়োটিক, যা শুধু ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে ব্যবহার হয়। আর চোখ দিয়ে পানি পড়া সবসময় ব্যাকটেরিয়ার জন্য হয় না—এটা ভাইরাস, ধুলাবালি, অ্যালার্জি, এমনকি নিউট্রিশনাল সমস্যা থেকেও হতে পারে।
যেসব বিষয় না জানলে ভুল চিকিৎসা হয়:
Gatifloxacin কবে, কখন, কতদিন, কত ফোঁটা দিতে হবে—সেটা নির্ভর করে সমস্যা কেমন!
অনেক সময় চোখের সমস্যা অ্যালার্জিজনিত হয়, তখন Antihistamine প্রয়োজন হয়।
ভুলভাবে ও বেশি দিন অ্যান্টিবায়োটিক দিলে Antibiotic Resistance তৈরি হয়—ভবিষ্যতে এই ওষুধ আর কাজ করবে না!
সব সময়