গরমে কবুতরের জন্য আখের রস + লেবুর শরবত হতে পারে একদম প্রাকৃতিক এনার্জি ড্রিংক! হাইড্রেশন বজায় রাখে – শরীরের পানিশূন্যতা রোধ করে
এনার্জি বুস্ট করে – আখের রসে থাকা প্রাকৃতিক সুগার দ্রুত শক্তি জোগায়
তাপমাত্রা নিয়ন্ত্রণ করে – শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে
ইমিউনিটি বাড়ায় – লেবুর ভিটামিন C রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
তবে, পরিষ্কার পানির সঙ্গে সঠিক পরিমাণে মিশিয়ে খাওয়ানো ভালো, যেন বেশি মিষ্টি না হয়!
Posted inPigeon Tips
গরমে কবুতরের জন্য প্রাকৃতিক এনার্জি ড্রিংক!
